কৃষি গবেষনা প্রতিষ্ঠান সমূহ হতে উদ্ভাবিত কৃষি প্রযুক্তি সমূহ কৃষকদের মাঝে সম্প্রসারনের কাজে উপজেলা সমূহকে কারিগরি সহায়তা প্রদান করা ।
·মাঠ পর্যায়ে কারীগরি পরামর্শ ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে নিয়মিত মাঠ পরিদর্শন করা ।
·উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষন কর্মসুচী তদারক করা ।
·উপজেলা থেকে প্রাপ্ত বাৎসরিক ফসল আবাদ পরিস্থিতি, উপকরন (সার, বীজ, বালাইনাশক), পোকা-মাকড়, রোগ-বালাই, বন্যা-খরা, ত্রাণ কার্যক্রমে পর্যালোচনা, উপাত্ত সংগ্রহ, একত্রীকরন ও বিশ্লেষন করে সার সংক্ষেপ প্রতিবেদন ও সদর দপ্তরে ও আঞ্চলিক অফিসে প্রেরণ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস