কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আধ্যাত্মিক সাধক ও বাউল সম্রাট লালন শাহ এবং মর্মস্পর্শী উপন্যাস ‘‘বিষাদ সিন্ধু’’ প্রণেতা মীর মোশারফ হোসেন সহ অনেক গুণী মানুষের পদ চারণায় ধন্য এ জেলার উত্তরে পাবনা জেলার ইশ্বরদী ও পাবনা সদর, পূর্বে রাজবাড়ী, দক্ষিনে ঝিনাইদহ জেলার শৈলকুপা ও হরিনাকুন্ড এবং পশ্চিমে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা দ্বারা বেষ্টিত। কুষ্টিয়া জেলার ৮৬.৬২% জমি এইজেড ১১ অন্তভূক্ত, ১৩.৩৮% জমি এইজেড ১০ এর অন্তভূক্ত।
৬টি উপজেলা নিয়ে গঠিত এ জেলার মোট আয়তন ১৬০৮.৮০ বর্গ কিলোমিটার। পদ্মা, গড়াই, মাথাভাঙ্গা ও হিস্না নদীর প্রবাহ ও ফল্গু ধারায় কৃষি ফসল উৎপাদনে সমৃদ্ধ এ জনপদের লোক সংখ্যা ২২,৭১,৫১৩ জন। উদ্ধৃত্ত খাদ্য/শস্য ভান্ডারের এ জেলার প্রধান প্রধান ফসল ধান, গম, পাট, সরিষা, ভুট্টা, পেঁয়াজ, আখ, কলা, মসুর ও শাকসব্জী ইত্যাদি। ক্রমবর্ধমান জন সংখ্যার খাদ্য চাহিদা মেটাতে উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই। এ জন্য প্রয়োজন সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির সফল প্রয়োগ। অত্র জেলার ৭১% ভাগ জনগোষ্ঠির জীবন ও জীবিকার একমাত্র অবলম্বন কৃষি। কৃষিজীবি এ জনগোষ্ঠির জীবনযাত্রার মানউন্নয়ন ও মাথাপিছু আয় বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে কৃষি উন্নয়নে প্রযুক্তি উদ্ভাবনের সাথে সংশিষ্ট গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এস.আর.ডি.আই যে সমসত্ম কার্যকর ও স্থায়িত্বশীল প্রযুক্তি উদ্ভাবন করেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন প্রকল্পসহ কর্মসূচীর মাধ্যমে প্রযুক্তি সমূহকে কৃষকদের মাঝে পৌছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস